সোমবার , ২৭ সেপ্টেম্বর ২০২১ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

Know in detail about the new updates on Windows 11.– News18 Bangla

প্রতিবেদক
bdnewstimes
সেপ্টেম্বর ২৭, ২০২১ ১১:২৮ অপরাহ্ণ


#কলকাতা: নতুন আপডেট আনছে Windows 11। আগামী মাসের ৫ তারিখ থেকে সমস্ত ব্যবহারকারীরা তাঁদের OS আপডেট করার সুযোগ পাবেন। তবে সংস্থার তরফে জানানো হয়েছে একসঙ্গে সব ব্যবহারকারীকে আপডেট লিঙ্ক পাঠানো হবে না। ধীরে ধীরে সমস্ত ব্যবহারকারীকে তা পাঠানো হবে। এর পাশাপাশি Windows 11 চালানোর জন্য কী কনফিগারেশন প্রয়োজন সেই বিষয়েও জানিয়ে দেওয়া হযেছে।

বেশ কয়েকটি আপডেট নিয়ে আসছে Windows 11। অ্যান্ড্রয়েড অ্যাপ সাপোর্ট, সিস্টেম অ্যাপের রি-ডিজাইন সহ একাধিক আপডেট নিয়ে এসেছে সংস্থাটি। পাশাপাশি স্টার্ট মেনুর পরিবর্তন সহ একাধিক আপডেট নিয়ে আসা হয়েছে।

স্টার্ট মেনুর ক্ষেত্রে যে বড় পরিবর্তনটি এসেছে তা হল স্টার্ট মেনুর স্থানের ক্ষেত্রে পরিবর্তন। এছাড়াও টাস্ক বারের ক্ষেত্রে একটি পরিবর্তন আনা হয়নি। বর্তমানে টাস্ক বারটি ফিক্সট এবং সেটির কোনও পরিবর্তন হয় না। টাস্ক বারটি স্টার্ট মেনুর সঙ্গে একসঙ্গে থাকবে। এগুলিই Windows 11-এর ক্ষেত্রে মূল পরিবর্তন করা হয়েছে।

স্টার্ট মেনু-

Windows 11 এর ক্ষেত্রে স্টার্ট মেনুটি একদম মাঝখানে থাকবে। এটিকে অবশ্য পুনরায় পুরনো ভাবে বাঁ-দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব। কী ভাবে?

টাস্কবারে রাইট ক্লিক করতে হবে।

তার পর টাস্কবার বিহেভিয়ার (Taskbar behaviours) অপশনে ক্লিক করতে হবে। তার পর অ্যালাইনমেন্ট সেটিংসে গিয়ে লেফ্ট সিলেক্ট করতে হবে। এই অপশনে ক্লিক করার পর মেনু ও টাস্কবার বাঁ-দিকে দেখাবে।

আরও পড়ুন- Google Chrome ব্যবহার করে বিপাকে ২ বিলিয়ন ব্যবহারকারী, আপনি সুরক্ষিত? জেনে নিন

টাস্কবার কী ভাবে পিন ও আনপিন করা সম্ভব?

যদি কোনও অ্যাপ পিন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে একটি বিশেষ পদ্ধতি চালু করা হয়েছে। ড্রাগ অ্যান্ড ড্রপ অপশন Windows 11-এর ক্ষেত্রে কাজ করে না। তবে মনে করা হচ্ছে আগামী দিনে এই ভার্সনের নতুন কোনও আপডেট এলে সেখানে ড্রাগ অ্যান্ড ড্রপ কাজ করবে। তবে বর্তমানে যে ভাবে পিন আনপিন করা যাবে, তা হল-

প্রথমে ব্যবহারকারীকে নির্দিষ্ট অ্যাপটি খুলতে হবে। তার পর ওই অ্যাপের ক্লক আইকনের উপর ক্লিক করতে হবে। এবং সেখান থেকে টাস্কবারে পিন করার অপশন খুঁজে পাবেন ব্যবহারকারী। তবে কোনও অ্যাপকে শুধুমাত্র টাস্ক বারের উপরেই পিন করা যাবে। অন্য কোথাও পিন করা যাবে না।

আরও পড়ুন- ভিডিও ডাউনলোডের নতুন অপশন, কোন ফিচার যোগ করতে চলেছে YouTube

অন্য দিকে, আনপিন অপশনটিও অপশনও রয়েছে। কোনও পিন করা অ্যাপের উপর রাইট ক্লিক করতে হবে। এবং সেখান থেকে আনপিন অপশনটি পাওয়া যাবে।



Source link

সর্বশেষ - খেলাধুলা