শুক্রবার , ১৭ সেপ্টেম্বর ২০২১ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

মোদির জন্মদিনে ভারতে রেকর্ড ভ্যাকসিনেশন

প্রতিবেদক
bdnewstimes
সেপ্টেম্বর ১৭, ২০২১ ৮:১৬ অপরাহ্ণ


আন্তর্জাতিক ডেস্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ভারতে একদিনে রেকর্ড দুই কোটি ডোজ করোনা ভ্যাকসিন প্রয়োগ করার খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

এর আগে, ২৭ আগস্ট এক দিনে এক কোটি ৩০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন প্রয়োগের খবর জানিয়েছিল ভারতের স্বাস্থ্য বিভাগ।

এদিকে, ২০২১ সালের মধ্যেই প্রাপ্তবয়স্ক সকলের জন্য ভায়কসিন নিশ্চিত করার লক্ষ্যের কথা জানিয়েছে ভারত সরকার। কিন্তু, সংশ্লিষ্টরা বলছেন ভ্যাকসিনেশন কার্যক্রম যদি একই গতিতে চালানো না গেলে ওই লক্ষ্য অধরাই থেকে যাবে।

এরই মধ্যে, ভারতে অনুমোদিত তিন করোনা ভ্যাকসিনের ৭৮ কোটি ৭০ লাখ ডোজ প্রয়োগ করা হয়েছে। প্রাপ্তবয়স্কদের প্রায় অর্ধেক জনগোষ্ঠীকে অন্তত এক ডোজ হলেও করোনা ভ্যাকসিনের আওতায় এনেছে দেশটি।

কিন্তু, জানুয়ারিতে শুরু হওয়া করোনা ভ্যাকসিনেশন কার্যক্রমে ভ্যাকসিনের পূর্ণাঙ্গ ডোজ পেয়েছেন প্রাপ্তবয়স্কদের মাত্র ২০ শতাংশ।

বিবিসি জানিয়েছে, আঞ্চলিক অসমতার কারণে ভারতের বৃহৎ এবং অপেক্ষাকৃত দরিদ্র রাজ্যগুলোতে করোনা ভ্যাকসিন কার্যক্রম ধীরগতিতে চলছে।

প্রসঙ্গত, ভারতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন তিন কোটি ৩০ লাখ মানুষ। মৃত্যু হয়েছে চার লাখ ৪০ হাজার।

সারাবাংলা/একেএম





Source link

সর্বশেষ - খেলাধুলা