বুধবার , ১০ নভেম্বর ২০২১ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

মুম্বাইয়ের সাবেক পুলিশ প্রধান উধাও

প্রতিবেদক
bdnewstimes
নভেম্বর ১০, ২০২১ ১০:১৮ অপরাহ্ণ


আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর মাসে ভারতের কর্তৃপক্ষ জানিয়েছিল মুম্বাই পুলিশের সাবেক প্রধান পরমবীর সিংকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

৫৯ বছর বয়সী পরমবীর পুলিশের হাইপ্রোফাইল কর্মকর্তা। মাত্র দুই বছর আগেই তিনি ৪৫ হাজার চৌকশ পুলিশকে নেতৃত্ব দিয়েছেন।

হঠাৎ ই তিনি নিখোঁজ। পুলিশ তন্নতন্ন করে খুঁজেও তার কোনো হদিস পাচ্ছে না। অ্যাপার্টমেন্ট-অফিস কোথাও নেই তিনি। তার স্ত্রী-পুত্র-আইনজীবী কেউ তার ব্যাপারে কিছুই জানেন না।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে মুকেশ আম্বানির বাড়ির সামনে একটি বিস্ফোরকভর্তি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) পাওয়া যায়। পরদিনই ওই গাড়ির মালিক শচীন ভেজের মরদেহ পাওয়া যায় সমুদ্রে। পরে পুলিশ তদন্ত করে জানিয়েছিল মৃত ব্যক্তি পুলিশের এলিট ব্রাঞ্চের একজন ইনস্পেকটর। তাকে খুন করে মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। এর মধ্য দিয়ে আম্বানির বাড়ির সামনে বিস্ফোরকভর্তি গাড়ির রাখার ঘটনায় পুলিশ জড়িত এমন খবর চাউর হতে থাকে।

মার্চ মাসে মুম্বাই থেকে পরমবীর সিংকে মহারাষ্ট্রের পুলিশ সদর দফতরের জাঁকজমকহীন এক পদে বদলি করা হয়।

এ ব্যাপারে বর্তমানে কারাগারে থাকা মহারাষ্ট্রের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেছিলেন, পরমবীরের বদলি কোন নিয়মিত প্রক্রিয়া নয়; ভুলের শাস্তি হিসেবেই তাকে নতুন পদে দেওয়া হয়েছে।

কিন্তু, পরমবীর সিং কী ভুল করেছেন তার ব্যাপারে কোনো ব্যাখা দেননি মন্ত্রী।

এরপরই, মধ্য মার্চে পুলিশ কর্মকর্তা পরমবীর কাজে যোগ দিয়েই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দেন।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মন্ত্রী অনিলের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করে। কয়েকদফা জিজ্ঞাসাবাদের পর নভেম্বরে তাকে গ্রেফতার করে একজিকিউশন ডিপার্টমেন্ট (ইডি)।

তারপর থেকে অসুস্থতার কারণে ছুটি নেন পরমবীর সিং। দুই দফা তিনি ছুটি বাড়িয়ে নিলেও এখন লাপাত্তা।

স্থানীয় সংবাদমাধ্যমগুল বলছে, পরমবীর পালিয়ে প্রথমে রাশিয়া গেছেন তারপর সেখান থেকে বেলজিয়ামে।

এ ব্যাপারে মহারাষ্ট্রের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ পাতিল বলেছেন, একজন সরকারি কর্মকর্তা অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না। তার ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।

সারাবাংলা/একেএম





Source link

সর্বশেষ - খেলাধুলা