শুক্রবার , ৯ জুলাই ২০২১ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

ভারতের কেরেলায় জিকা ভাইরাসে একদিনে ১৩ আক্রান্ত শনাক্ত

প্রতিবেদক
bdnewstimes
জুলাই ৯, ২০২১ ১১:২৬ অপরাহ্ণ


আন্তর্জাতিক ডেস্ক

ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই কেরেলা রাজ্যে জিকা ভাইরাস প্রাদুর্ভাবের শঙ্কা তৈরি হয়েছে।  ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি জানিয়েছে, শুক্রবার কেরেলায় জিকা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৩ জন। এ নিয়ে রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।

ভারতের সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, কেরেলায় মোট ১৯টি নমুনা পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছিল। এর মধ্যে ১৩টি নমুনার ফল ইতিবাচক পাওয়া গেছে। অর্থাৎ, এরা জিকা ভাইরাসে আক্রান্ত। কেরেলায় এবার সর্বপ্রথম এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হন ২৪ বছর বয়েসী একজন গর্ভবতী নারী।

কেরেলার স্বাস্থ্যমন্ত্রী ভীনা জর্জ জানান, জিকা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে ইতিমধ্যে তার সরকার অ্যাকশন প্ল্যান তৈরি করেছে। তিনি ইতিমধ্যে চিকিৎসকদের এক সভায় জানিয়েছেন, গর্ভবতী নারীদের জ্বর হলেই যেন জিকা ভাইরাসের পরীক্ষা করা হয়।

জিকা ভাইরাস এডিস মশার মাধ্যমে ছড়ায়। জিকা ভাইরাস গর্ভবতী নারীদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা।

সারাবাংলা/আইই





Source link

সর্বশেষ - খেলাধুলা