মঙ্গলবার , ২৫ জানুয়ারি ২০২২ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

ছাত্রদলের প্রতীকী অনশনে পুলিশি বাধার অভিযোগ

প্রতিবেদক
bdnewstimes
জানুয়ারি ২৫, ২০২২ ৯:৩০ অপরাহ্ণ


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে—পুলিশের উপস্থিতিতে তাদের মারমুখী মনোভাবের কারণে নির্দিষ্ট সময়ের আগেই কর্মসূচি শেষ করতে হয়েছে।

তবে পুলিশ বলছে, করোনা পরিস্থিতি বিবেচনায় ছাত্রদলকে অনুরোধ করলে তারা কর্মসূচি সংক্ষিপ্ত করে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনশন কর্মসূচি শুরু করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদের অপসারণ এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানায় ছাত্রদল।

প্রতীকী অনশন কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সহ-সভাপতি মামুন খান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমান উল্লাহ আমানসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এদিকে, সকাল ১০টা থেকে শুরু হওয়া কর্মসূচি দুপুর ৩টার দিকে শেষ হওয়ার কথা থাকলেও আড়াই ঘণ্টা আগে দুপুর সাড়ে বারোটার দিকে কর্মসূচি শেষ করেন তারা।

এই প্রসঙ্গে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, শাবিপ্রবি শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে প্রতীকী অনশন শুরু হয়। কর্মসূচি বিকেল ৩টা পর্যন্ত চলার কথা থাকলেও পুলিশ কর্মসূচি শুরুর পর থেকেই বাধা দিতে থাকে। পুলিশের মারমুখী মনোভাবের কারণে সাড়ে ১২টায় আমরা শহীদ মিনার ত্যাগ করেছেন তারা।

প্রতীকী অনশন কর্মসূচীতে যোগ দেওয়া ছাত্রদলের ঢাবি শাখার এক কর্মী সারাবাংলাকে বলেন, সকাল ১০টার দিকে এসে পুলিশ কর্মসূচি সংক্ষিপ্ত করতে বলে। বেলা বাড়তেই আরও কয়েক প্লাটুন পুলিশ শহীদ মিনারের আশেপাশে এসে জড়ো হয়। এ সময় জলকামান, প্রিজন ভ্যানও আনা হয়। পরে তারা স্থানত্যাগ করেন।

ছাত্রদলের কর্মসূচিতে বাধা দেওয়া প্রসঙ্গে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূদ হাওলাদার বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে তাদের কর্মসূচি শেষ করতে অনুরোধ করা হয়। তারা অনুরোধ রেখেছে। কর্মসূচি সংক্ষিপ্ত আকারে পালন করেছে।

সারাবাংলা/আরআইআর/একেএম





Source link

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত