বুধবার , ১৮ মে ২০২২ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. ক্যারিয়ার
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তরুণ উদ্যোক্তা
  7. ধর্ম
  8. নারী ও শিশু
  9. প্রবাস সংবাদ
  10. প্রযুক্তি
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. বহি বিশ্ব
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. মতামত

উচ্চ শিক্ষার প্রসারে সহযোগিতা করতে চায় মার্কিন দূতাবাস

প্রতিবেদক
bdnewstimes
মে ১৮, ২০২২ ৯:০৪ অপরাহ্ণ


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশে উচ্চ শিক্ষার প্রসারে সহযোগিতা করতে চায় মার্কিন দূতাবাস। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃপক্ষের সঙ্গে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের এক বৈঠকে এই সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছে।

বুধবার (১৮ মে) ইউজিসিতে অনুষ্ঠিত এই বৈঠকে ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজা বেগম সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ প্রমুখ।

আমেরিকান দূতাবাসের পক্ষে কালচারাল অ্যাফেয়ার্স এ্যাটাশে শার্লিনা হোসাইন-মরগ্যান, ইউএস ফুলব্রাইট স্পেশালিস্ট ড. শ্যারন হার্ট, ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের কালচারাল অ্যাফেয়ার্স স্পেশালিস্ট রায়হানা সুলতানা, ইংলিশ ল্যাংগুয়েজ প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাওন কর্মকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভায় শার্লিনা হোসাইন বলেন, ‘আমেরিকান দূতাবাস বাংলাদেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে সহযোগিতা প্রদান করতে আগ্রহী। বিশ্ববিদ্যালয়ের ক্যারিকুলাম হালনাগাদকরণ, শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশ, সফট স্কিলস, যোগাযোগ ও ইংরেজি ভাষাগত দক্ষতা বৃদ্ধি এবং দক্ষ মানব সম্পদ তৈরিতে আমেরিকার বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠানিক ও ব্যক্তির পরামর্শ নিতে পারে।’

এ প্রসঙ্গে অধ্যাপক দিল আফরোজা বেগম বলেন, ‘দেশে গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করা এবং উচ্চশিক্ষা সেবা ডিজিটাল করতে ইউজিসি নানাবিধ পদক্ষেপ নিয়েছে। এরই প্রেক্ষিতে ব্লেন্ডেড লার্নিং নীতিমালা প্রণয়ন, অনলাইন অ্যাসেসমেন্ট গাইডলাইন, আউটকাম বেইজড এডুকেশন টেমপ্লেট প্রণয়ন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘উচ্চশিক্ষা ও গুণগত গবেষণা, দক্ষ মানব সম্পদ তৈরি এবং শিক্ষার্থীদের সফট স্কিলস বৃদ্ধির বিষয়ে আমেরিকান দূতাবাস সহযোগিতা করতে পারে।’

মার্কিন দূতাবাস কর্তৃক ফুলব্রাইট স্কলারশিপ ফের চালু করার অংশ হিসেবে আয়োজিত এ সভায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সম্পর্ক জোরদার, নারীর ক্ষমতায়ন, চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী শিক্ষা কারিকুলাম প্রণয়ন এবং স্কলাপরশিপ সুযোগ বৃদ্ধিসহ উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সারাবাংলা/টিএস/পিটিএম





Source link

সর্বশেষ - খেলাধুলা