প্রেস বিজ্ঞপ্তি::৭১’আইনজীবী পরিষদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে কক্সবাজার জেলা বারে মুজিব শত বর্ষ উপলক্ষ্যে কোট পিন বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। ৪ মার্চ সকাল সাড়ে ১১ টার দিকে আইনজীবী ভবনে ওই কর্মসূচী পালন করা হয়।পরিষদের নেতৃবৃন্দ ওই সকালে প্রথমে বারের সাবেক সভাপতি জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা কে মুজিবর্ষ কোর্টপিন পরিধান করে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু করেন।
এতে সংগঠনটির নেতৃবৃন্দ মধ্যে এড.মোহাম্মদ রিদুয়ান আলী,এড.মোহাম্মদ ফায়সাল,এড.ফরহাদ আহমদ,এড.সাকু আলম,এড.রাজীব বড়ুয়া, এড.মোহাম্মদ রাসেল,এড.শাহা আলম,এড.ইফতেখার মাহমুদ মুন্না, এড.মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।