নিজস্ব প্রতিবেদন: মদ্যপকে দেখলে লোকে একটু নাকই সিঁটকায়। মদ খাওয়া নিয়ে কারও কারও অসম্ভব আপত্তি। কিন্তু এর মধ্যেই কখনও কখনও সুখবরও আসে। কোনও না কোনও সমীক্ষায় উঠে আসে মদ্যপানের ভাল দিকও।
তবে এখানে যে কোনও মদ্যপানের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে, বিশেষ করে হুইস্কির কথা। বলা হচ্ছে, হুইস্কি চাপ কাটাতে সাহায্য করে। ঘুম এনে দেয়, উদ্বেগ কাটায়।
হজমেও সাহায্য করে হুইস্কি! এজন্য অনেকেই খাবারের শেষে হুইস্কিতে চুমুক দেন বলে শোনা যায়!
আরও পড়ুন: শুধু পুষ্টিগুণে নয়, রূপচর্চাতেও কামাল গাজরের
সর্দি কাশি বা গলা ব্যথায় কার্যকরী হুইস্কি। বলা হয়, গরম জলে অল্প হুইস্কি আর মধু দিয়ে মিশিয়ে খেলে উপকার হয়। গলাব্যথায় স্বস্তি মেলে।
শুনতে আশ্চর্য লাগলেও বলা হচ্ছে, ওজন কমাতেও কিছুটা সাহায্য করে হুইস্কি! তবে ব্যাপারটা একটু ঘুরিয়ে নাক দেখানোর মতো। এক আমেরিকান গবেষণায় বলা হয়েছে, হুইস্কি পানে শরীর গরম হয়, তখন শরীরে এনার্জি বাড়ে ও তার ফলে মিষ্টি খাওয়ার প্রবণতা কমে। আর সেজন্যই নতুন করে ওজন ‘গেন’ করে না শরীর।
যাই হোক, আপাতত আপনি শান্ত মনে হুইস্কি পান করুন।
আরও পড়ুন: রসুনে গজাবে চুল, জানুন পদ্ধতি