arms

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ৪ বনদস্যু’ নিহত

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমিনুর বাহিনীর প্রধানসহ চার বনদস্যু নিহত হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। মঙ্গলবার সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জের শিবসা নদীর পাশে কয়রা খালে এ ঘটনা ঘটে। এ সময় র‌্যাব-৬ এর দুই সদস্য আহত হয়েছে।

নিহতদের মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে। তারা হলো- আমিনুর বাহিনী প্রধান আমিনুর ইসলাম ও তার সেকেন্ড ইন কমান্ড রফিক। অন্য দু’জনের পরিচয় জানা যায়নি। তবে তারাও বনদস্যু বাহিনীর সক্রিয় সদস্য বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও বনদস্যুদের ব্যবহৃত একটি কাঠের নৌকা উদ্ধার করা হয়েছে।

!-- Composite Start -->
Loading...

র‌্যাব-৬ এর এএসপি তোফাজ্জল হোসেন জানান, র‌্যাব-৬ নিয়মিত পেট্রোল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের ওই অংশে একদল বনদস্যু অবস্থান করছে। সেখানে অভিযানে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে বনদস্যুরা পিছু হটলে সেখানে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে তাদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ কয়রা থানায় পাঠানো হয়েছে।

মতামত দিন

Post Author: bdnewstimes