স্বাধীনতার চিহ্ন
শাহাদাত হোসেন মাছুম
স্বাধীন দেশের পতাকা তলে
স্বাধীনতা নাহি ভাসে,
তা দেখে শক্ররা আজো
মিটিমিটি তালে হাসে ।
স্বাধীনতা ছিনিয়ে আনবো বলে
তাজা রক্ত করেছি দান
তার জন্য বিলিয়ে দিলো,
লাখো শহীদের তাজা প্রাণ ।
হায়নার বুলেটে ক্ষত বিক্ষত
রঞ্জিত করেছে পদ্মার জল,
মায়ের কান্না, বোনের চিৎকার,
বাংলার মাটি হয়েছে একাকার।
ক্ষুদায় কাতর, মায়া ভরা শিশু
মুখে মিলেনি একটু ত্রান
স্বাধীনতা ছিনিয়ে আনবো বলে
বিলিয়ে দিয়েছি তাজা প্রাণ।