এম বেলাল উদ্দিন, রাউজান :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাউজান উপজেলা যুবলীগের র্যালী আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় মুন্সিরঘাটা দলীয় কার্যালয়ের নিচে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জাব্বার সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ কাজী আবদুল ওহহাব। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, কাউন্সিলর জানে আলম জনি। উপস্থিত ছিলেন যুবলীগের নেতৃবৃন্দ। র্যালীতে কয়েক হাজার যুবলীগ নেতা কর্মী অংশ গ্রহন করেন। বক্তারা যুবলীগের প্রতিষ্টাতা শেখ মনি সহ যে সকল নেতা কর্মী যুবলীগ করতে গিয়ে শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পরে বর্ণাঢ্য র্যালিটি মুন্সিরঘাটা থেকে শুরু করে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিন করে জলীল নগর বাসস্টেশান হয়ে ফকিরহাট থানা রোড, পোষ্ট অফিস অতিক্রম করে মুন্সিরঘাটায় এসে শেষ হয়।