নয়ন বাবু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে পূণর্ভবা নদীতে অবৈধ সূতি জাল বিরোধী টাস্কফোর্স এর অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার হাপানিয়া বেলডাঙ্গা এলাকায় পূণর্ভবা নদীতে পুলিশ, বিজিবি ও উপজেলা মৎস্য বিভাগের সমন্বয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী’র এর নের্তৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নদীতে পানি প্রবাহের গতিপথ পরিবর্তন ও বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ সূতি জাল পাতানোর দায়ে দু’জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী জানান, নদীতে পানি প্রবাহের গতিপথ স্বাভাবিক রাখতে, প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ সূতি জাল বিরোধী টাস্কফোর্স এর অভিযান অব্যাহত থাকবে। এবং নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা পারভীন সহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।