লিয়াকত, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর বাগমারা উপজেলা শিক্ষক কন্যাণ সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত ও মৃত্য বরণকারী শিক্ষক কর্মচারীদের মাঝে চেক তিরণ করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার সালেহা ইমারত কোল্ডষ্টোরেজ মিলনায়তনে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আসাদুল ইসলাম সান্টুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামের পচিালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা আ’লীগের সভাপতি ও রাজশাহী -৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল সরকার,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, সমিতির সাধারণ সস্পাদক প্রধান শিক্ষক এটি এম মতিউর রহমান। অনুষ্ঠানে ২১ জন শিক্ষক ও কর্মচারীদেরকে চেক প্রদান করা হয়।