মুম্বাই, ১৫ ফেব্রুয়ারি – আমির খানের ছেলে জুনায়েদ খানের অভিষেক হয়েছে বলিউড সিনেমায়। যশরাজ ফিল্মসের ‘মহারাজা’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় দিয়ে আত্মপ্রকাশ হচ্ছে তার।
সোমবার থেকে সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে।
ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, গত বছর থেকেই সিনেমাটি নিয়ে যশরাজ ফিল্মসের সঙ্গে কথা হয়ে আসছিল আমিরের পুত্রের। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ পি মালহোত্রা।
আরও পড়ুন : এক বছর পর কনসার্টে ফিরছেন জেমস
সিনেমাতে জুনায়েদসহ আরও অভিনয় করেছেন অর্জুন রেড্ডি, শালিনী পান্ডে, শর্বরী ওয়াগ ও জয়দীপ আহলাওয়াত।
১৮৬২ সালের ‘মহারাজ লিবেল মামলা’র গল্প অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। এতে জুনায়েদকে দেখা যাবে সাংবাদিকের ভূমিকায়।
সূত্র : দ্য ডেইলি স্টার
এন এ/ ১৫ ফেব্রুয়ারি