ঢাকা, ০৯ ফেব্রুয়ারি – পিকে হালদারের অর্থ পাচারের বিষয়ে অনিন্দিতা মৃধাকে রিমান্ড জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক।
তিন দিনের রিমান্ডের আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) প্রথম দিন। পিকে হালদারকে অর্থ পাচারের সহযোগিতা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২১ জানুয়ারি অনিন্দিতা মৃধা ও তার বাবা অ্যাড. সুকুমার মৃধাকে গ্রেপ্তার করে দুদক।
আরও পড়ুন : সড়ক হবে ১০ লেনের : সেতুমন্ত্রী
পিকে হালদারের অবর্তমানে দেশে তার সম্পদ দেখা শোনা আয়করের বিষয় দেখভাল করতো সুকুমার ও তার মেয়ে। বিভিন্ন দেশে টাকা পাচার করার ব্যাপারেও তারা সহযোগিতা করতো।
এছাড়া তাদের দুজনের বিরুদ্ধে ২০ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাও করেছে দুদক।
সূত্র : আরটিভি
এন এইচ, ০৯ ফেব্রুয়ারি