মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি
“অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য” এই স্লোগানকে সামনে রেখে গরিব–দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এবারে ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন প্রবাসী ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) বিকালে আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদ মাঠে দুই’শ অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এসময় জুঁইদন্ডী প্রবাসী ফোরামের প্রতিষ্টাতা সদস্য সাইফুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন দক্ষিন বন্দর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী, জুঁইদন্ডী প্রবাসী ফোরামের সদস্য সিরাজুল মোস্তফা রুবেলের সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহেদুল হক, সাংবাদিক নেজাম উদ্দিন, জুইদন্ডী প্রবাসী ফোরামের সদস্য সালাহ উদ্দিন চৌধুরী, মহিউদ্দিন, জয়নাল আবেদীন সহ সংগঠনের সদস্য বৃন্দ।
এদিকে কম্বল পাওয়া মানুষেরা জানিয়েছেন, শীতের সম্বল এই কম্বল পেয়ে তারা অনেক উপকৃত হয়েছেন। এই তীব্র শীতের হাত থেকে কম্বল এই একমাত্র সম্বল বলে তারা জানিয়েছেন।