ঢাকা, ১০ ফেব্রুয়ারি – দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরুর চতুর্থ দিনে সারাদেশে টিকা নিয়েছেন দেড় লাখেরও বেশি মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী বুধবার এক লাখ ৫৮ হাজার ৪৫১ জন টিকা নিয়েছেন।
সে হিসেবে এখন পর্যন্ত দেশে টিকা নিয়েছেন তিন লাখ ৩৭ হাজার ৭৬৯ জন। এদের মধ্যে পুরুষ দুই লাখ ৪৬ হাজার ৪২৬ জন আর নারী টিকা নিয়েছেন ৯১ হাজার ৩৪০ জন।
গত রবিবার দেশব্যাপী শুরু হওয়া টিকা কার্যক্রম শুরুর পর থেকে প্রতিনিয়ত বাড়ছে টিকা গ্রহণকারীর সংখ্যা। প্রথম দিনে ৩১ হাজার ১৬০ জন টিকা নিলেও চতুর্থ দিনে তা দেড় লাখ ছাড়িয়েছে।
আরও পড়ুন : জিয়ার খেতাব বাতিলে তিন সদস্যের কমিটি
সংশ্লিষ্টরা বলছেন, সময় যত বাড়ছে তত আগ্রহ বাড়ছে টিকার প্রতি। সেক্ষেত্রে সামনের দিনগুলোতে টিকাদান কেন্দ্রগুলোতে নানা শ্রেণি-পেশার মানুষের ভিড়ও বাড়বে। সে অনুযায়ী প্রস্তুতিও নিতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া দৈনিক পরিসংখ্যান অনুযায়ী ঢাকা বিভাগে বুধবার টিকা নিয়েছেন ৪০ হাজার ৯০৭ জন, ময়মনসিংহ বিভাগে সাত হাজার ৫৪৯ জন, চট্টগ্রামে ৩৭ হাজার ৪৫৮ জন, রাজশাহীতে ১৭ হাজার ৯৭১ জন, রংপুরে ১৪ হাজার ২২৪ জন, খুলনায় ১৭ হাজার ১১৫ জন, বরিশাল বিভাগে ছয় হাজার ১৪৭ জন ও সিলেট বিভাগে ১৭ হাজার ৮০ জন।
সূত্র : ঢাকাটাইমস
এন এ/ ১০ ফেব্রুয়ারি