গ্রহপুঞ্জে ফুঁটে উঠে উজবুকদের মুখচ্ছবি
শামসুদ্দিন হীরা
দিবসের চিত্রকল্প অবলুপ্ত চৈতন্য
বিলায় ক্ষমতার ফুল
রাত্রির সংগীতে বাজে হিংসা দ্বেষের তান
রাতহাঁটা মানুষ কতিপয় দালাল বেগানা নেতা
পদবাচ্যে গায় মাতাল গীত
অবাক সংজ্ঞাজাত গণতন্ত্র
জটিল ঔপন্যাসিক বিচারক
আর আমরা কতিপয় উপপাদ্য
প্রহর অতলান্তে
রাত গভীর হলে
আঁধারে গেয়ে উঠে
হুতুমপেঁচার বিদ্রুপ সুর
তারস্বরে শহীদের আত্না
চিৎকার করে
কি সব চাওয়া তোমাদের?
রক্তের কাছে,
এই বিদেহী আত্নার কাছে!
নফর উজবুক কটমটে তাকায়
নীহারিকা জোৎস্নার ক্ষীণ আলোয়
রাস্তা কাঁপায়।