আমি জাকিয়া জিহান নিপু।
সবসময় স্বপ্ন দেখেছি ব্যবসা করব। চিন্তা করতাম একান্ত নিজের কিছু একটা করার। নানা ছিল বড় ব্যবসায়ী। মা কে দেখে অনুপ্রাণিত হয়েছি। বাংলাদেশ এর মতো একটা দেশে ব্যবসা করতে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়।
মাত্র ৩০০০ টাকা দিয়ে শুরু করেছি ব্যবসা। অনেক বাধা, অনেক কষ্টের মধ্যে ও দমে যায়নি। নতুন নতুন চিন্তা করেছি। ব্যবসা শুরু করেছি কসমেটিক পণ্য নিয়ে। বিভিন্ন ধরনের মানুষ এর সাথে মিশে জানতে চেয়েছি তাদের চাহিদা। উচ্চবিত্ত, মধ্যবিত্ত সকলের থাকে সুন্দর হবার। তাদের চাহিদা অনুযায়ী চেষ্টা করছি সৌন্দর্য চর্চার জিনিস পৌঁছে দিতে। আমাকে শুধু অনুপ্রেরণা জুগিয়েছে আমার মা।এখন আমাকে সাহায্য করে পরামর্শ দিয়ে অনেক দূরের মানুষ।
যারা আমাকে অনুপ্রেরণা দেয়নি,চেয়েছে আমি ব্যর্থ হয় আমি তাদের প্রতি ও অনেক কৃতজ্ঞ।
যাই হোক আকাশ তো ছুঁতে পারবোনা তবে কাছাকাছি যেতে চাই। সম্মুখীন হতে চাই আরও অনেক পরীক্ষার।