হবিগঞ্জ, ৩০ মার্চ – হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (২৯ মার্চ) নমুনা পরীক্ষায় তিনি পজিটিভ হন। তার শরীরে সর্দি ও জ্বর রয়েছে। বর্তমানে তিনি রাজধানীতে নিজের বাসভবনে আইসোলেশনে রয়েছেন।
আরও পড়ুন : সিলেটে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক
এমপি মজিদ খানের ব্যক্তিগত সহকারী (পিএ) সেলিম উদ্দিন সোমবার দিবাগত রাত ১ টায় জানান, রোববার কোভিড-১৯ পরীক্ষার জন্য জাতীয় সংসদে নমুনা দিয়ে তিনি হবিগঞ্জে ফিরেন এবং সোমবার রিপোর্ট এলে আক্রান্ত শনাক্ত হয়েছেন।
সেলিম উদ্দিন আরও জানান, করোনা শনাক্ত হওয়ার পর এমপি মজিদ খান রাতেই হবিগঞ্জ থেকে ঢাকায় গিয়েছেন। তার শরীরে হালকা জ্বর ও সর্দি রয়েছে। রাতে নিজের বাসায় আইসোলেশনে থাকবেন। আজ মঙ্গলবার সকালে তিনি হাসপাতালে ভর্তি হবেন।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ৩০ মার্চ