মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ প্রতিনিধি ::
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাল মাছ ধরে মাছ দেয়ার প্রলোভনে ডেকে নিয়ে দশ বছর বয়সী তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকে চলতি বছর এসএসি পরীক্ষার্থী অভিযুক্তইয়াছিন মিয়া (১৬) পলাতক রয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) বিকেলে ঘটনার শিকার ওই শিশু শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শুক্রবার (১২ নভেম্বর) রাতে নির্যাতিতাকে নিয়ে ঈশ্বরগঞ্জ থানায় গিয়ে শিশুটির মা বাদি হয়ে মামলা করেন। তবে এখনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মামলা ও নির্যাতনের শিকার শিশুটির পরিবার সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের নওপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে ইয়াছিন মিয়া শুক্রবার (১২ নভেম্বর)দুপুরে তাদের বাড়ি থেকে সামান্য দূরে খাল মাছ ধরে মাছ দেয়ার প্রলোভনে শিশুটিকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বাড়ি ফিরে ঘটনার শিকার শিশুটি তার মাকে বিস্তারিত জানালে শুক্রবার রাতেই নির্যাতিতাকে নিয়ে থানায় গিয়ে তার মা বাদি হয়ে মামলা করেন। পরবর্তীতে শনিবার সকালে ওই শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ও জবানবন্দির জন্য আদালতে পাঠানো
হয়। সেইসাথে চিকিৎসকের পরামর্শে শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল কাদের মিয়া এ ব্যাপারে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।’