চট্টগ্রাম: চট্টগ্রাম প্রেস ক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার (২৩ ফেব্রুয়ারি)।ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
বুধবার (২০ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যাতে বলা হয়, ক্লাবের নির্বাচনী কমিটির এক জরুরি সভা বুধবার (২০ ফেব্রুয়ারি) বেলা ২টায় নির্বাচনী কমিটির কমিশনার ওমর কায়সারের সভাপতিত্বে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনী কমিটির সদস্য জালাল উদ্দিন আহমদ চৌধুরী, মো. নিযাম উদ্দিন ও জাকির হোসেন লুলু সভায় উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে মহামান্য সুপ্রিমকোর্টের চেম্বার জজের ১৯ ফেব্রুয়ারির নির্দেশনা এবং চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির পরামর্শে শনিবার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্ধারিত সময়ে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানানো হয়েছে।