ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নং ওয়ার্ডের বরখাস্তকৃত কাউন্সিলর ইরফান সেলিমকে অস্ত্র মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। তিনি সরকার দলীয় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে মামলাটির তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর-১ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এ এম ইমরুল কায়েস এ আদেশ দেন।
আরও পড়ুন : বাংলাদেশ ব্যাংকে হামলা চালানো তিন হ্যাকার যুক্তরাষ্ট্রে অভিযুক্ত
জানা যায়, পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় গত ৪ জানুয়ারি লালবাগ থানা পুলিশ অস্ত্র ও মাদক মামলা থেকে ইরফান সেলিমকে অব্যাহতির আবেদন করে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদলতের তদন্ত প্রতিবেদন জমা দেয়।
নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানের ওপর হামলার অভিযোগে সাবেক কাউন্সিলর ইরফান সেলিমকে গত ২৬ অক্টোবর পুরান ঢাকার রহমতগঞ্জ এলাকার বাসা থেকে আটক করে র্যাব। এর পর তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়।
সূত্র : দেশ রূপান্তর
এন এ/ ১৮ ফেব্রুয়ারি