নিজস্ব প্রতিবেদন: যদি প্রশ্ন করা হয়, কোন কোন পশু জোরে দৌড়ায় তাহলে সেই তালিকায় ভুলেও কেউ উচ্চারণ করে না গাধার নাম। কারণ, শ্লথ গতিতে মাল নিয়ে এগিয়ে যেতে একমাত্র রাজি থাকে এই পশু। তাই, গালমন্দ করতে বা কাউকে নিচু দেখাতে কিছু ক্ষেত্রে এই পশুর নাম নেওয়া হয়। কিন্তু সম্প্রতি এটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে অবাক নেটপাড়া।
গাধা দৌড়াচ্ছে, দু-চাকার একটি গাড়ি নিয়ে। যা দেখে অবাক নেট পাড়া। কারণ, গাধা এত জোড়ে দৌড়াতে সাধারণত দেখা যায় না। ভিডিওটি হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে বলা হচ্ছে ভুলে যান আশ্বশক্তি। এখন সময় DONKEY power-র (গাধাশক্তি)।
এত জোড়ে দৌড়াচ্ছে গাধা, যে গাড়ি তে বসে থাকা দুজনকে শুয়ে পড়তে হয়, বসে থাকা সম্ভব হচ্ছিল না। হাইওয়ে ধরে দৌড়ায় গাধা। কিছু কিছু সময় গাড়ি ও বাইকেও হার মানতে হচ্ছে।
দেখুন ভিডিওতে….