• OMG! এ কি করলেন কোহলী! প্রেমের দিনে নতুন করে ডেটে

    OMG! এ কি করলেন কোহলী! প্রেমের দিনে নতুন করে ডেটে

বিনোদন ডেস্কঃ ভ্যালেন্টাইনস ডে-তে ডেটে গেলেন বিরাট কোহলি। ডেটে যাওয়ার ছবিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। নিউজিল্যান্ডে শেষ দুটি একদিনের ম্যাচ ও টি-২০ সিরিজ থেকে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

এই সময় ডিজিটাল ডেস্ক: স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেট করলেন ভারতীয় ক্রিকেটের অধিনায়ক বিরাট কোহলি। আগের রাতেই ডেটে গেলেন নিজের ভ্যালেন্টাইনকে নিয়ে। সেই ছবিই নিজের টুইটার ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন কোহলি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ও একদিনের ম্যাচের সিরিজ জিতে ইতিহাস গড়েছিলেন। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষে দুটি একদিনের ম্যাচ ও টি-২০ ম্যাচ থেকে পেয়েছিলেন বিশ্রাম। তারপর আর দেরি করেননি। স্ত্রীকে নিয়ে প্রাইভেট জেটে পাড়ি দিয়েছিলেন ছুটি কাটাতে। ভালোবাসার দিনটাও যে তাঁদের কাছে স্পেশ্যাল, সেটাই বোঝালেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ডিনার ডেটের ছবি পোস্ট করে কোহলি ক্যাপশনে লিখেছেন, ‘আমার ভ্যালেন্টাইনের সঙ্গে গত রাতে।’

২০১৮ সালটা কোহলির কাছে রেকর্ড-ব্রেকিং বছর। সর্বাধিক রান করেন ODI ফরম্যাটে। ১৪ ম্যাচে ১২০২ রান করেন তিনি। গড় ছিল ১৩৩.৫৫।

মতামত দিন

0 Comments

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password

Register