রাউজান উত্তর গশ্চিতে গাউসুল আজম কনফারেন্স সম্পন্ন

এম বেলাল উদ্দিন, রাউজান
রাউজানের উত্তর গশ্চি হযরত আব্দুস সমদ রেজবী ইউনিট গাউছিয়া কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে এয়াজদাহুম উপলক্ষে আজিমুশশান গাউসুল আজম কনফারেন্স গত ২৩ ফেব্র“য়ারী বৃহষ্পতিবার রাতে স্থানীয় মাঠে সংগঠনের সভাপতি নওশাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন উত্তরজেলা গাউছিয়া কমিটির সহ-সভাপতি আলহাজ আব্দুস শুক্কুর। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় গাউছিয়া কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরীদক্ষিণ রাউজান গাউছিয়া কমিটির সভাপতি আহমেদ সৈয়দ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, আলহাজ আবু বক্কর সওদাগর, মোহাম্মদ মনসুর, আজিজুল হক, অধ্যাপক সৈয়দ জামাল উদ্দিন, আলহাজ জাহাঙ্গীর আলম মেম্বার, আব্দুল করিম মেম্বার, আলহাজ ফজল আকবর, ওয়াহিদুল আলম শাহ সুজন, জাহেদুল হক, আজম কোম্পানী, সৈয়দ মোহাম্মদ ইউসুফ উদ্দিন, তসলিম উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, নুরুল হাকিম নিয়াজ, ফিরোজুল ইসলাম চৌধুরী, আলমগীর হোসেন। প্রধান আলোচক ছিলেন নেছারিয়া তৈয়্যবীয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ শওকত হোসাইন রেজবী। সংগঠনের সাধারণ সম্পাদক মামুন তালকদার রানার সঞ্চালনয় তাকরীর করেন আলহাজ মাওলানা সৈয়দ অলিয়র রহমান আল কাদেরী, আলহাজ মাওলানা মাহাবুব আলম আল কাদেরী, আলহাজ মাওলানা আশেকুর রহমান। উপস্থিত ছিলেন মুহাম্মদ মুরাদ, শাহাদাত হোসেন সেলিম, মোহাম্মদ রাশেদ, নাঈম উদ্দিন, হেলাল ফারুক মুন্না, ইসমাইল, আরমান উদ্দিন, ওয়াহিদ হোসেন আসিফ, আইয়ুব খান কাদেরী, জাবেদ হোসেন ফয়সাল, ইসলাম, মিজান, সোহেল, এরশাদ, খোরশেদ, লোকমান, আব্দুর রউফ প্রমুখ।