রাউজানের কদলপুরে অগ্নিদগ্ধ তিন সন্তানের জননীর মৃত্যু
এম বেলাল উদ্দিন, রাউজান
চট্টগ্রামের রাউজান তিন সন্তানের জননী পারভিন আকতার (৩২) অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে। উপজেলার কদলপুর ইউনিয়নের মানছি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারভিন ওই এলাকার প্রবাসী ফজলের স্ত্রী। জানাগেছে গত ১৯ ফেব্রুয়ারী রবিবার সকালে প্রবাসী স্বামী ফজলের সাথে মোবাইল ফোনে কথা বলার সময়ে ঘরের মধ্যে গ্যাস সিলিন্ডার থেকে পারভিন আকতারের কাপড়ে আগুন ধরে যায়। আগুনে পারভিন আকতারের কাপড়সহ শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যায় । এসময়ে পারভিন আকতারের শোর চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে আগুন থেকে পারভিন আকতারকে রক্ষা করে। অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক ভাবে আহত গৃহবধু পারভিন আকতারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এলাকার লোকজন। স্থানীয় মেম্বার নাসির উদ্দিন জানান চিকিৎসাধিন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাতে পারভিন আকতার মৃত্যুর কোলে ঢলে পড়েন।