দক্ষিণ হিংগলায় হযরত জি.ও শাহের বার্ষিক ওরশ সম্পন্ন
এম বেলাল উদ্দিন, রাউজান
রাউজানের ডাবুয়ার দক্ষিণ হিংগলায় অলিয়ে কামেল হযরত জি,ও শাহ (রাঃ) এর বার্ষিক ওরশ শরীফ গত ২৩ ফেব্রয়ারী বৃহস্পতিবার মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় । ওরশ শরীফ উপলক্ষে খতমে কোরান, খতমে গাউছিয়া শরীফ, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । ওরশ পরিচালনা কমিটির সভাপতি সাবেক মেম্বার সৈয়দ মোহাম্মদ ইউছুপের সভাপতিত্বে দক্ষিন হিংগলা তৈয়বীয়া স্মৃতি সংসদের সাবেক সাধারণ সম্পাদক মো. মোরশেদ আলমের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, গাউছিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব চৌধুরী। মাহফিলে তকরির করেন কাউখালী ডাকবাংালা হামে মসজিদের খতিব আল¬ামা আবু মুছা সিদ্দিকী, মাওলনা ছালামত রেজা কাদেরী, মাওলানা আবু তৈয়ব আনসারী, মাওলনা খোরশেদ আলম, মাওলনা জামাল উদ্দিন । মাহফিলে আরো উপস্থিত ছিলেন ওরশ পরিচালনা কমিটির সভাপতি রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিউল আলম, ওরশ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আবুল বশর, আবু হানিফ, সাবের উদ্দিন, নাসির উদ্দিন, মোরশেদ, কাজী আসলাম, নুর মোহাম্মদ, কবির আহম্মদ, ব্যবসায়ী আবদুর রহিম, সাহেদ আলী, শাহাদাৎ হোসেন, তুষার,সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ । মাহফিল শেষে দেশ জাতির কল্যান কামনা করে মোনাজাত করেন আল্লামা আবু মুছা সিদ্দিকী ।
0 Comments