breaking news New

ঢাকায় শিশু খেকো শয়তান (ভিডিও)

বিনোদন ডেস্কঃ ভৌতিক সিনেমা ‘ইট’ মুক্তি পেয়েছিল দুই বছর আগে। সিনেমাটি সে সময় বিশ্বব্যাপী সাফল্য পায়। সেই ধারাবাহিকতায় আজ মুক্তি পাচ্ছে এর সিক্যুয়াল ‘ইট চ্যাপ্টার টু’। সারাবিশ্বের পাশাপাশি রাজধানীর স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি মুক্তি পাচ্ছে।

সিনেমার গল্পে মূলত ডেরি শহরের ভৌতিক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। মূল উপন্যাসে সাত শিশুর গল্প বলা হয়েছে। যারা ডেরির ছোট্ট শহর মাইনেতে ২৭ বছর ধরে ভয়ঙ্কর অতিপ্রাকৃত সত্তার সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে। অতিপ্রাকৃত সে সত্তা শহরের বাসিন্দাদের ভয় দেখায়। এমনকি সে তার আকার, আকৃতি মুহূর্তে পরিবর্তনও করতে পারে। ‘ইট’ সিনেমায় প্রথমবার পেনিওয়াইজের সঙ্গে সাত শিশুর সাক্ষাৎ হয়। আর এবারের ‘ইট চ্যাপ্টার টু’তে সে শিশুরাই বড় হয় এবং তারা তাদের ছেলেবেলার সে ভয়ঙ্কর অভিজ্ঞতারই সম্মুখীন হয়।

১৯৮৬ সালে প্রকাশ পাওয়া স্টিফেন কিংয়ের উপন্যাস ‘ইট চ্যাপ্টার টু’ নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন অ্যান্ডি মুশিয়েটি। প্রথম সিনেমা ‘ইট’র পরিচালকও ছিলেন তিনি। এবারের পর্বে অভিনয় করেছেন জেমস ম্যাকাভয়, জেসিকা চ্যাস্টেইন, বিল হ্যাডার, জে রায়ান, অ্যান্ডি বিন প্রমুখ।

মতামত দিন

0 Comments

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password

Register