জলঢাকায় শিশু কল্যাণ বোর্ডের ত্রৈ-মাসিক মতববিনিময় সভা অনুষ্ঠিত

আবেদ আলী, নীলফামারী প্রতিনিধি ঃ নীলফামারীর জলঢাকায় ত্রৈ-মাসিক মতববিনিময় সভা করেছে উপজেলা শিশু কল্যাণ বোর্ড। বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে সকল সদস্যদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বাল্যবিয়ে রোধের নামে এক শ্রেণীর প্রত্যারক চক্রের চাদাবাজী বন্ধ এবং সচেতনতা বৃদ্ধির জন্য সভা সেমিনার, লাল কার্ড বিতরণ ও স্কুলে শিশুদের মারধর বন্ধ সহ শিশু সুরক্ষায় ইউএনও”র সহযোগিতা কামনা করেন শিশু কল্যাণ বোর্ডের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ রাশেদুল হক প্রধান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনিমুন আক্তার, কৃষি কর্মকর্তা মুহাম্মাদ শাহ মুহাম্মাদ মাহাফুল হক। বক্তব্য রাখেন, ইউএসএস এর প্রজেক্ট কো- অর্ডিনেটর কাইকবাদ হোসেন, টেকনিক্যাল অফিসার আব্দুর রহিম, কার্ড টেইনার গীতা রানী পাল, প্রেসক্লাব সহ সাধারন সম্পাদক আবেদ আলী, প্রধান শিক্ষিকা লুৎফুন্নিছা, আমিনুর রহমান মাষ্টার, শিশু কল্যাণ বোর্ডের সদস্য শিরিন আক্তার আশা, আকাশ খান, আয়রিন আক্তার, সিন্ধু রানী প্রমুখ।
0 Comments