জলঢাকায় মাদক ও জুয়া খেলার অপরাধে ৮ জনের সাজা
আবেদ আলী, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় মাদক ও জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহ. রাশেদুল হক প্রধান। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে এ আদেশ দেন তিনি। সাজাপ্রাপ্তরা হলেন জুয়া খেলার অপরাধে শরিফুল ইসলাম (৩০), শাকিল ইসলাম (৩২), অহিদুল ইসলাম (৪০), কালা মামুদ (৪০), খোরশেদ আলী (২৪) ও আব্দুল মজিদ (২৭), মাদক সেবনের দায়ে বিপ¬ব ইসলাম (২৭) ও রশিদুল ইসলাম (৪৫)। জানা যায়, মঙ্গলবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তদের বুধবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মতামত দিন
0 Comments