জলঢাকায় উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী হাজি বাবু

আবেদ আলী, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় উপজেলা পরিষদের শুন্য হয়ে যাওয়া ভাইস চেয়ারম্যান ( পুরুষ) পদে উপ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান বাবু। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় আ’লীগ কার্যালয় থেকে দলীয় সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়ন পত্রটি তার হাতে তুলে দেওয়া হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন প্রার্থী নিজেই। গত পৌরসভা নির্বাচনে ইস্তফা দিয়ে মেয়র পদে ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর নির্বাচন করলে এই আসনটি শুন্য হয়ে যায়। গত ০২ ফেব্র“য়ারী নির্বাচনী তফসীল ঘোষনা করা হয় আসনটির । তফসীলে ৯ ফেব্র“য়ারী মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ১০ ফেব্র“য়ারী যাচাই বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ই ফেব্র“য়ারী ধরা হয়। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৬ই মার্চ। উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ই মার্চ ৮৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
0 Comments