জলঢাকায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৭টি ঘর : ১ জনের মৃত্যু
আবেদ নালীর জলঢাকা নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় অগ্নিকাণ্ডে
নিমেষেই ভস্মীভূত হয়েছে ৬ পরিবারের ৭টি ঘর। আগুন নিভাতে আসা ১ ব্যাক্তির
মৃত্যু ঘটে। ঘটনাটি ঘটেছে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত বাজার সংলগ্ন
কলনী পাড়ায়। জানাগেছে গত সোমবার রাতে ওই এলাকার বুদারু মামুদের ঘরে আগুনের
সুত্র পাত হলে মুহুর্তের মধ্যেই ৬ পরিবারের ৭টি ঘর পুরে ছাই হয়ে যায়। খবর পেয়ে
জলঢাকা ফায়ার সার্ভিস ঘটনা স্হলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন নিভাতে
ছুটে আসা পার্শ্ববর্তী এলাকার টইরা মামুদ (৫৫) নামের এক ব্যাক্তি ঘটনা স্হল
পৌছার আগেই স্টক করে তার মৃত্যু হয়েছে বলে এলাকাবাসি জানিয়েছেন। পুরে যাওয়া
পরিবারগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ লক্ষ ছাড়িয়ে যাবে বলে প্রতক্ষ্যদর্শীরা
জানান। ক্ষতিগ্রস্ত পরিবাররা হলেন, বুদারু মামুদ, রাশিদুল ইসলাম, বিষাদু
মামুদ, ভ্যালেং, হোদো মামুদ ও বিলকিস বেগম প্রমুখ।
0 Comments