breaking news New

চীনে খনি ধসে ২১ শ্রমিক নিহত

চীনে একটি কয়লা খনি ধসের ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ওই ঘটনার সময় খনির ভেতর ৮৭ জন শ্রমিক কাজ করছিল। তবে ৬৬ জনকে জীবিত উদ্ধার করা গেছে বলে জানিয়েছেন তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানশি প্রদেশের সেনমুতে এই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক খবরে বলা হয়েছিল, ১৯ জন খনি শ্রমিক নিহত হয়েছে এবং দুজন আটকা পড়েছে। পরে কর্তৃপক্ষ ২১ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করে।

বেইজি মাইনিং কোম্পানি লিমিটেডের মালিকাধীন লিজিয়াগোও খনিতে ওই দুর্ঘটনা ঘটেছে। তবে কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

রয়টার্স জানায়, চলতি বছরে এ পর্যন্ত চীনের কয়লা খনিগুলোতে ঘটা দূর্ঘটনার মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী। দেশটিতে কয়লা খনিতে নিরাপত্তার দুর্বল ব্যবস্থাপনার কারণে এসব দুর্ঘটনার কারণ বলে জানানো হয়েছে।

মতামত দিন

0 Comments

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password

Register