চট্টগ্রাম-৫ হাটহাজারী আসন থেকে নমিনেশন পেপার সংগ্রহ করেন, মাওলানা মঈনুদ্দিন রুহী

আজ চট্টগ্রামে নির্বাচন কমিশন কার্যালয় থেকে চট্টগ্রাম ৫ হাটহাজারী আসন থেকে মিনার প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে নমিনেশন পেপার সংগ্রহ করেন, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা মঈনুদ্দিন রুহী।
এসময় দলীয় নেতৃবৃন্দ ও হাটহাজারীর আপামর জনতা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আমি হাটহাজারীর সার্বিক উন্নয়নে আমি ভূমিকা রাখতে চাই। হাটহাজারীকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। হাটহাজারীর মানুষকে ভালোবেসে হাটহাজারীর উন্নয়ন করতে চাই। মাদক, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত হাটহাজারী এবং উন্নত, সমৃদ্ধ, শান্তির নান্দনিক এলাকা ও বাংলাদেশের একটি আদর্শ উপজেলা হিসাবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখতে চাই।
মতামত দিন
0 Comments