breaking news New

আর নয় সিম কার্ড- ই- পাসপোর্টের পর এবার ই-সিম

প্রযুক্তি ডেস্ক: আপনাকে আর ফোন এ সিম কার্ড লাগাতে হবে না। বদলে যাচ্ছে সিমের আকার-আকৃতি। ই-সিম আসতেছে, যেটা ফোন এর হার্ডওয়্যার এর সাথে বিল্ট ইন করাই থাকবে। প্রযুক্তি এতই দ্রুত গতিতে এগুচ্ছে যা ভাবা যায় না। মানুষ যেটা কখনও কল্পনাই করে না সেটাই ঘটছে এই প্রযুক্তির যুগে। আসুন বিস্তারিত জেনে নেয়া যাক।
ই-সিম(e-SIM)- ইলেকট্রনিক-সাবসক্রাইবার আইডেনটিটি মডিউল(electronic subscriber identity module)।
এটি সাধারন সিম কার্ড এর চাইতে দশ গুন ছোট। এই ই-সিম মোবাইল ফোন হার্ডওয়্যার এর সঙ্গে যুক্ত করেই তৈরি করা হবে। যেটা ফোন এর বাহিরে বের করা সম্ভব নয়।
এই সিম ব্যবহার করার জন্য অপারেটর ডাউনলোড করতে হবে। তারপর এটি অ্যাক্টিভেট করতে হবে। তাছাড়া ই-সিম ব্যবহার করা যাবে না। এই ই-সিম এর মাধ্যমে এখন স্মার্টওয়াচ, ফিটনেস ব্যান্ড কিংবা যে কোন ওয়ারলেস ডিভাইস মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে কানেক্ট করা যাবে।
বিশ্বের যে কোন দেশে গেলে আর সিম কার্ড কিনতে হবে না। এই ই-সিম ব্যবহার করতে পারবেন অনায়াসে। বিশ্বের ১৪টি নেটওয়ার্ক ই-সিম সাপোর্ট করে।

মতামত দিন

0 Comments

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password

Register