breaking news New

আরও ভয়ঙ্কর হয়ে এগিয়ে আসছে ‘ফণী’, নিরাপদে সরানো হয়েছে ৩ লক্ষ মানুষকে

বিডিনিউজটাইমস ডেস্ক : দাপট দেখাতে শুরু করেছে ফণী৷ যদিও আগামিকাল অর্থাৎ শুক্রবার সকাল ৮-১০র মধ্যেই ওড়িশা উপকূলে আছড়ে পড়বে ফণী৷ ভারতের আবহাওয়া দফতর সেকথাই জানিয়েছে৷

তবে বৃহস্পতিবার বিকাল থেকেই নিজের দাপট দেখাতে শুরু করেছে এই তান্ডব ঝড়৷ তড়িঘড়ি মানুষজনকে নিরাপদে সরানোর ব্যবস্থা নিচ্ছে ওড়িশা ও পশ্চিমবঙ্গ প্রশাসন৷

সকাল থেকেই শুরু হয়েছে মানুষকে অনত্র সরানোর কাজ৷ নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে তাদের৷ দুপুর তিনটে পর্যন্ত প্রায় সাড়ে ৩ লক্ষ মানুষকে সরানো হয়েছে যার মধ্যে সর্বাধিক গঞ্জাম জেলা থেকে ১লক্ষ ৮২ হাজার মানুষকে সরানো হয়েছে৷ পুরী থেকে সরানো হয়েছে ২২হাজার ২৫০ জনকে৷

জয়পুর জেলা থেকে সরানো হয়েছে ২৯হাজার ৫০০জনকে, ভদ্রক থেকে নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে ২৪ হাজার ৬০০জনকে৷ জগৎসিংহপুর থেকে সরানো হল ২০ হাজার মানুষকে৷ ফণীতে বিধ্বস্ত হতে পারে এমন আশঙ্কা থেকে রয়েছে ওড়িশার এমন ১৩টি জেলা থেকে প্রায় সাড়ে ১১ লক্ষ মানুষকে অনত্র সরানো হল৷

অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ফণী। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এখন ঝড়ের অবস্থান। শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় এগোচ্ছে উত্তরের দিকে। পুরীর ৪৩০ কিমি দূরে ফণীর অবস্থান। বিশাখাপত্তনম থেকে ২৩০ কিমি দূরে আছে ফণী। শুক্রবার বিকালে ঝড়ের অভিমুখ বদলাতে পারে।

উত্তর ও উত্তর-পূর্ব ওড়িশার দিকে যেতে পারে ফণী। শুক্রবার সকালেই ওড়িশা উপকূলে পৌঁছবে ফণী। গোপালপুর-চাঁদবালির মধ্যে আছড়ে পড়বে সুপার সাইক্লোন। ঘণ্টায় ১৭৫ থেকে ২০০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা। ইতিমধ্যেই পর্যটকদের পুরী ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। জল, খাবার ও মেডিকল সরঞ্জামের ব্যাবস্থা রাখা হয়েছে ৷ ২৫টি NDRF টিম মোতায়ন করা হয়েছে।

ফণী মোকাবেলা বাংলাদেশ সরকারও পুরোপুরি প্রস্তুত নিয়েছে। সেনাবাহিনীও উদ্ধারকাজে অংশ নেওয়া জন্য প্রস্তুত। ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আব্দুল আজিজ আহমেদ।

আবহাওয়ার প্রতিকূলতার শঙ্কায় সারা দেশে সব ধরনের নৌচলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সব ধরনের নৌচলাচল বন্ধ রাখতে বলেছে বাংলাদেশে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মতামত দিন

0 Comments

Login

Welcome! Login in to your account

Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password

Register